ফ্রিডম অব এক্সপ্রেশন – ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র

10
1296

লেখক: খান শরীফুজ্জামান | উৎসঃ দৈনিক ইত্তেফাক (পৃষ্ঠা ৯, তারিখ ১৬/০৯/১২)

পশ্চিমা ‘ধর্মনিরপেক্ষ’ ভ্রমরার ‘ফ্রিডম অব এক্সপ্রেশন’ হুলের বিষে আবারও আক্রান্ত মুসলিম বিশ্ব। পৃথিবীর সর্বকালের সর্বাপেক্ষা অনুকরণীয় আদর্শের মহামানব  হযরত মুহাম্মদ (স.) আবারও অবমাননার শিকার হলেন। এবার আর অবমাননার কার্টুন নয়, চলচিত্র সংস্করণ। যা তাদের উদারনৈতিক সমাজের মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ। পশ্চিমা সংস্কৃতির নোংরা প্রকাশ যেন, যেকোনো বিবেকবানের বিবেককে উপহাস করে।

সমপ্রতি যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের চলচ্চিত্র। যেখানে প্রচণ্ডভাবে বিদ্রূপ করা হয় হাজার বছর আগে প্রয়াত এ মহান নেতাকে। চলচ্চিত্রের পরিচালক নিজেকে স্যাম বাসিল নামে পরিচয় দেয়। যা তার ছদ্ম নাম হিসেবে জানা যায়। বাসিল গত ১১ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিট জার্নালে সাক্ষাত্কারে ইসলাম ও মুহাম্মদ (স.) বিদ্বেষী নানা কথা বলে। বাসিল বলেন, “ ইসলাম হলো একটি ক্যান্সার। ইসলাম যে একটি ঘৃণ্য ধর্ম তা প্রমাণ করার জন্য চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে… এটি কোনো ধর্মীয় মুভি নয়, এটি একটি রাজনৈতিক মুভি।’’১(“Islam is a cancer. the film was made to depict Islam as a hateful religion….The movie is a political movie. It’s not a religious movie.”) বাসিল আরো বলেন, ‘চলচ্চিত্রটি তৈরি করতে ১০০ জন ইহুদি  মোট পাঁচ মিলিয়ন ডলার অর্থ দিয়েছে।’  মুসলিমদের সর্বাধিক প্রিয় ব্যক্তির অবমাননার প্রতিক্রিয়া মুহূর্তেই ছড়িয়ে পড়ে মুসলিম বিশ্বে। লিবিয়ায় মার্কিন কনসুলেটে হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ আরো তিন মার্কিনী নিহত হয়। এ ঘটনা নিয়ে গত ১২ ও ১৩ সেপ্টেম্বর যথাক্রমে মিসরের রাজধানী কায়রোতে ও তিউনিসিয়ায় এবং ইয়েমেনে মার্কিন দূতাবাসে হামলা ও ঘেরাওর ঘটনা ঘটেছে।

ধর্মনিরপেক্ষ পুঁজিবাদী সমাজের বিকৃত রুচির প্রকাশে মাঝে মাঝেই কেঁপে ওঠে বিশ্ববিবেক। আমাদের জেনে রাখা দরকার স্যাম বাসিলই এই প্রথম কোনো নির্মাতা নন যিনি মুহম্মদ (স.) কে নিয়ে বিদ্রূপাত্মক নাটক করেছেন। এর আগে ১৮৮৯ সালে ফ্রেঞ্চ নাট্যকার হেনরি ডি বর্নিয়ার (Henri de Bornier) ম্যাহোম্মেট (Mahomet) নামের একটি ইসলাম বিরোধী নাটক রচনা করেন। তখন উসমানীয় খিলাফতকে ইউরোপের রুগ্ন মানুষ হিসেবে পশ্চিমারা ডাকত। একটি ফ্রেন্স জার্নালের মাধ্যমে পাওয়া এ সংবাদটি একটি তুর্কি সংবাদপত্রও প্রকাশ করে। কিন্তু “তত্কালীন মুসলিম বিশ্বের খলিফা সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় এ ঘটনার এমন প্রচণ্ড প্রতিবাদ ফ্রান্সের কাছে জানিয়েছিলেন যে, ফ্রান্সের তত্কালীন প্রধানমন্ত্রী চার্লস ডি ফ্রেয়সিন্থ ১৮৯০ সালেই নাটকটিকে নিষিদ্ধ ঘোষণা করেন। ফ্রান্সের বিদেশ মন্ত্রণালয়  প্যারিসে অবস্থানকারী তুর্কি এ্যাম্বাসেডর ইসেট পাশাকে মুসলিমদের বিশ্বাসের প্রতি সম্মান বজায় রাখার আশ্বাসও প্রদান করেন।”

কিন্তু আজকের মুসলিম বিশ্বের মুসলিমরা যেন বেওয়ারিশ এক ভেড়ার পাল। যাদের নেই কোনো অভিভাবক। নিরাপত্তা প্রদানকারী। যখন তখন সাম্রাজ্যবাদী আগ্রাসনে আক্রান্ত হয় মুসলিমদের বিশ্বাস, মূল্যবোধ, ভূমি। অবমাননা করা হয় নারী-শিশু-যুবক-বৃদ্ধদের। গ্রেফতার করে বিনা বিচারে পুরে রাখা হয় আবুগারিবের মতো নির্যাতন সেলে। আজ তুরস্ক আছে, আজ নেই কোনো উসমানীয় খিলাফত; নেই সুলতান আব্দুল হামিদ, নেই কোনো সালাহ উদ্দিন আয়্যুবি। যিনি এ উম্মাহকে ঢালস্বরূপ রক্ষা করবেন। রক্ষা করবেন আল-কোরআনের ও মুহাম্মদ (স.)-এর সম্মানকে।

যারা আছেন মুসলিমদের তথাকথিত নেতা তারা সকলেই নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে আমেরিকান প্রভুর সামনে বলি দিয়ে চলেছেন মুসলিমদের সকল স্বার্থ। তারা কেউ মডারেট, কেউ লিবারেল বনে গেছেন। কিছু লোক জড় হয়ে আমেরিকান এ্যাম্বাসেডর বা আমেরিকানদের হত্যা করলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। মিশরের মুহম্মদ মুরসি, সৌদি আব্দুল্লাহ আল সৌদ, পাকিস্তানের জারদারি, তুরস্কের রেসেপ তাইপ এরদোগানদের উচিত এ ঘটনার ধর্মীয় ও রাজনৈতিক গুরুত্ব উপলব্ধি করা। তাঁদের মধ্যে দু-এক জন যে দায়সারা গোছের ‘লিপ সার্ভিস’ দিয়েছেন। তা মুহাম্মদ (স.) ও মুসলিমদের প্রতি আরো অপমানকর।

দু:খজনক, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমদের নেতারা তো  এখনো একটি মৌখিক প্রতিবাদ উচ্চারণ করার মতো সাহসও দেখাতে পারেননি। মুসলিম বিশ্বের নেতাদের আমেরিকাকে সরাসরি হুঁশিয়ার করা উচিত- এমন ঘটনা যদি তারা স্থায়ীভাবে বন্ধ না করে, তবে তাদের সাথে কোনোরকম কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা হবে না। সৌদি-মিশরের উচিত আমেরিকার কাছে একবিন্দু তেল রপ্তানি থেকেও নিজেদের বিরত রাখা। আর সারা বিশ্বের মুসলিমদের উচিত যে সকল বিশ্বাস যেমন- মত প্রকাশের স্বাধীনতা বা ব্যক্তিস্বাধীনতার নামে পশ্চিমা পুঁজিবাদী ধর্মনিরপেক্ষ সমাজের মানুষ, যে সকল পাশবিক সংস্কৃতি বাজারজাত করে ও তাদের সমাজে চর্চা করে, সেগুলোকে মনেপ্রাণে ঘৃণা করা। আর প্রকৃত ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে যুক্তির মাধ্যমে মুহাম্মদ (স.)-এর শ্রেষ্ঠত্ব মানুষের কাছে তুলে ধরা।

লেখক: শিক্ষক (বি.আই.এস.সি) ও মধ্যপ্রাচ্য রাজনীতি বিষয়ক এম.ফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়

[email protected]

Print Friendly, PDF & Email
Banner Ad


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

10 COMMENTS

  1. amader muslim der modde aj akota nei.

    tai aj হযরত মুহাম্মদ (স.) অবমাননার শিকার hoi, amra chup.

    syria te amader muslim der hotta kora hoccha, amra chup.

    aj jodi sokol muslim desher leader ra abong sadharon jonogon ak hoa asober protibad kortam, ta hole ki পশ্চিমারা asob korar sahos peto, ba assad tar desher jonogon k avabe hottta korte parto

  2. হে আল্লাহ আমাদেরকে একজন উত্তম এবং যোগ্য নেতা দান কর, আমাদেরকে সঠিক ঈমান এবং আকীদার উপর অটল রাখো এবং আমাদের ধৈর্য্যশীলদের অন্তর্ভুক্ত কর, আমীন

  3. আজকে আমাদের মুসলমানেরা ৪ ভাগে বিভক্ত-
    ___________________
    হানাফি
    মোহাম্মাদি
    শাফেই
    হাম্বালি
    ——————————–

    হানাফীরা আবার ৫ ভাগে বিভক্ত-
    ————————-
    কাদিয়ানী
    জামায়াতি ইসলাম
    দেওবান্দী
    তাবলীগ জামায়াত
    বেরুলোভী
    ———————————–
    এখন আবার নতুন আরেকদল তৈরী হচ্ছে- তা হল “কোয়ান্টাম মেথড” (মেডিটেশনের মাধ্যমে আল্লাহ্‌ সান্নিধ্য লাভ)

    তার মানে আমরা ভাংগনের কোন পর্যায় চলে গেসি।
    একটা যুক্ত পরিবারকে ধ্বংস করতে হলে আগে সেই পরিবারের সদস্যদের ভাংতে হয়, তাদের ভেতরে ফাটল ধরলে পরিবার যত শক্তই হোক না কেনো আপ্না-আপ্নিই ভেঙ্গে যাবে।
    আমাদের মুসলমানদের মধ্যে এখন এই অবস্থা।

  4. hanafi, hamboli, shafeyi ar maleki……….ei 4ta doler majhe basically difference nei bollei chole ar erai prokryto islamer porichoy bohonkari………..

  5. JazakAllahu Khairan for the post. Our responses towards such sickening incidents should follow the below points inshaAllah:

    It is
    evident that there is a historical context in which the present assault
    against Muhammad صلى الله عليه وسلم is taking place. It is further
    evident that the West applies duplicitous standards when it comes to
    their own sensitivities. However, we need to respond intellectually to
    these attacks whilst bearing in mind the following:

    1. Islam is
    the truth and its intellectual strength has endured for centuries and
    will continue to do so. All man-made values are based on falsehood,
    destined to vanish. Allah سبحانه وتعالى says,

    بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ ۚ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ

    “Rather We hurl the truth against falsehood and it cuts right through it and it vanishes clean away!” [Surah Anbiya, 21:18]

    2. We must not compromise in our Deen, as Allah سبحانه وتعالى warns us.

    وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً

    “They would like you to be kafir as they are kafir so that you will all be the same.” [Surah Nisa, 4:89]

    3. Islam does not permit the destruction of property. We must continue
    to uphold the truth of Islam and promote its sublime values and message.
    However, our approach has to be candid, uncompromising and intelligent,
    just as Allah سبحانه وتعالى ordained for us,

    ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ

    “Call to the way of your Lord with wisdom and fair admonition, and argue with them in the kindest way.” [Surah An-Nahl, 16:125]

    4. Western gratuitous aggression fuelled by malice against Islam, our
    Prophet صلى الله عليه وسلم, his family members and Companions and the
    Quran is not tolerable. Whilst Muslims welcome sincere debate on all
    aspects of Islam, insincere assaults cannot be tolerated.

    5.
    The West continues to prosecute wars in the Muslim world in the name of
    freedom and democracy. We need to absolutely reject such disgusting
    values which permit assaults on people’s sensitivities. Moreover, we
    must reject those values which allow double standards.

    6. The
    real criminals are the rulers of the Muslim world who are in collusion
    with their Western colonial masters. These rulers have sold Allah and
    His Prophet صلى الله عليه وسلم decades ago and have no desire in
    upholding the Deen of Islam. Moreover, they do not share the sentiments
    of the Muslim masses and only represent the Westernized elites.

    7. As long as man-made systems prevail in the Muslim world, whether in
    the guise of “Islamic” democrats or secular dictators, Allah and His
    Prophet صلى الله عليه وسلم would not be protected and Muslims and Islam
    will continue to be violated.

    8. It is only a sincere Islamic
    leadership manifested through the Khilafah that can protect Islam and
    Muslims against repeated military and cultural aggression by the West.
    We must work for this cause and re-establish the Khilafah in the Muslim
    world.

  6. 1.
    fvB mwRe Avcbvi mv‡_ Avwg GKgZ| Z‡e Avi GKUz †RvM Ki‡ev Zv
    nj, GB 4 gvRvnve fvM nevi wcQ‡b gvbe iwPZ wdKvn© Gi nvZ Av‡Q| Avgv‡`i Bmjvg‡K
    †fs‡M mnR Ki‡Z wM‡q AvR Avgiv wefKZ|

    হানাফি( মোহাম্মাদি)bv
    wK gv‡jwK ???

    শাফেই

    হাম্বালি

  7. We ,All are guilty. We are Musolman but not Muslim. all Prophets were Muslim. I have a document if u see physically u can`t imagine how absurd done by “king fahad complex for printing of holy quran.” “page 858, appendix1, prophets mentioned in the quran” there is no name of our world humatarian prophet,khatammun nabiyeen Mohammad (pboh). By Dr.Hilali,& dr. Muhosin khan in English language.So Sorser bhitore bhut dhukeche kivabe vut tarabo???????????????????

    Don`t Worry……..Read Translate Quran, Without shane nujul, without Hadis,Without Tafsir…………………………..Then u can get easily inshallah. if u donot realize u discuss with a Reader who read the quran well before you.

আপনার মন্তব্য লিখুন