বই : ছোটদের ইসলামী শিক্ষা – ফ্রী ডাউনলোড

0
3627

লেখকঃ আবূ আবদুল্লাহ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী | পৃষ্ঠাঃ ৪১ | সাইজঃ ৭.৯৩ MB

ছোটদের ইসলামী শিক্ষা (আকাঈদ ও ফিকহ)

সন্তানরা আমাদের অতীব মূল্যবান সম্পদ। একজন শিশু-কিশোরের মধ্যে লুকিয়ে থাকে আসছে সুন্দর একজন সফল মু’মিন-মুত্তাকী কর্মবীর দেশ জাতি ও রাষ্ট্রের চিন্তা নায়ক সমাজ সেবক জনদরদী নেতা যিনি আল্লাহওয়ালা ও রাসূল (সাঃ) এর আদর্শে বলীয়ান হয়ে জনমনকে আলোকিত ও আলোড়িত করবেন। যেমন তাদের আদর-যত্ন স্নেহ-ভালোবাসা দিয়ে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে হবে আমাদের, তেমনি আদর-যত্নের সাথে সাথে ধর্মীয় রীতি-নীতি বিধি-বিধানও শেখাতে হবে। কচিমনে সঠিক বিশ্বাসের বীজ বপন করতে হবে।

ঘরে ও শিক্ষা প্রতিষ্ঠানেও ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত শিক্ষা দেবার সুব্যবস্থাও করতে হবে। অতি যত্ন ও সতর্কতার সাথে যাতে ভবিষ্যৎ প্রজন্ম সমাজের আশা পূরণে সক্ষম হয়। কারণ ভবিষ্যৎ ফল ভালো পেতে হলে যথাসময়েই যথাৰ্থ বীজ বপন করা পূর্ব শর্ত। সহজবোধ্য ও প্রাঞ্জল ভাষায় আকর্ষণীয় করে পাঠদানের বিষয়টি মাথায় রেখে সন্তানকে সঠিক শিক্ষা-দিক্ষা দিয়ে আদর্শ মানুষ এবং দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী “ছোটদের ইসলামী শিক্ষা (আকাইদ ও ফিকহ)” নামে একটি যুগোপযোগী বই রচনা করেছেন।

ছোটদের ইসলামী শিক্ষা QA Server
ছোটদের ইসলামী শিক্ষা QA Server

বই : ছোটদের ইসলামী শিক্ষা –Mediafire
বই : ছোটদের ইসলামী শিক্ষা –Mediafire

বইটি ভালো লাগলে অবশ্যই একটি Hard Copy সংগ্রহ করে অথবা লেখক বা প্রকাশনা প্রতিষ্ঠানকে সৌজন্য মূল্য প্রদান করে সহযোগিতা করুন।

Print Friendly, PDF & Email


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

আপনার মন্তব্য লিখুন