বই – নামায পরিত্যাগকারীর বিধান – ফ্রী ডাউনলোড

0
6001

 

নামায ত্যাগকারীর বিধান বইটিতে  ইসলামের শরীয়তের দৃষ্টিতে নামায ত্যাগ সম্পর্কে বিভিন্ন মাসয়ালার সমাবেশ ঘটেছে। আজকাল সচরাচর অধিক সংখ্যক মুসলিম এমন রয়েছে যারা নামাযের ব্যাপারে উদাসীন থাকে ও অনেকে অলসতা করে তা পরিত্যাগ করে। এ বইটিতে প্রখ্যাত আলেম শেখ সালেহ  আল উসাইমীন সংক্ষেপেবিষয়টি আলোচনা করেছেন। ভিন্ন ছোট ছোট প্রশ্নের বিস্তারিত উত্তরের মাধ্যমে সলাত আদায় না করার কুফল সম্পর্কে আলোচনা করা হয়েছে।  বইটিতে যেসব তুলে ধরা হয়েছে:

  • বেনামাযীদের সংখ্যাধিক্যতা ও তাঁর কারণসমূহ
  • সলাতের প্রকৃত গুরুত্ত্ব, মর্যাদা, ও অবস্থান সম্পর্কে উপযুক্তভাবে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে
  • সলাত পরিত্যাগের পরকালীন ক্ষতির সাথে সাথে পরকালীন কি কি ক্ষতি সাধিত হতে পারে তা বর্নিত হয়েছে
  • সলাত পরিত্যাগের বিধান
  • সলাত পরিত্যাগ বা অন্য কোনো ভাবে ধর্ম পরিত্যাগ করলে যে সমস্ত বিধান প্রযোজ্য হয় সে প্রসঙ্গ আলোচিত হয়েছে।

নামায পরিত্যাগ করার কারনে একজন মুসলিম যে ইসলাম থেকে বের হয়ে যায়, এই বিষয়ে বিভিন্ন দলিল ও যুক্তির মাধ্যমে শাইখ উসাইমীন (রহঃ) তা প্রমান করেছেন । আমাদের দেশে নামাযীর চেয়ে বেনামাযীর সংখ্যাই বেশি। ইসলামিক ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে পাঁচ ওয়াক্ত পুরো পড়া নামাযী সংখ্যা শতকরা (২%) দু’জন আর জুমু’আহর ছলাত পড়া ৮০ জন! তাই সলাতের গুরুত্ত্ব সম্পর্কে আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। বইটির পৃষ্ঠা সংখ্যাঃ ৫০

নামায পরিত্যাগকারীর বিধান – QA Server
নামায পরিত্যাগকারীর বিধান – QA Server

নামায পরিত্যাগকারীর বিধান – Mediafire
নামায পরিত্যাগকারীর বিধান – Mediafire

বিস্তারিত জানতে এই লেকচারটি শুনতে পারেনঃ

পর্ব – ১

পর্ব – ২

Print Friendly, PDF & Email
Banner Ad


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

আপনার মন্তব্য লিখুন